ভারতে আটক আট নারী, দুই শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যায় আটকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন ৩৩ বিজিবি তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাসেম।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা থানার ফজিলা খাতুন, তার ছেলে মিলন, একই থানার জাফারুল ও তার স্ত্রী রহিমা খাতুন, তার ছেলে জামশেদ ও মেয়ে জীম সুলতানা; এলেম সরদার, তার স্ত্রী আকলিমা খাতুন, মেয়ে আছিয়া খাতুন, আহসান হাবিব, স্ত্রী রওশন আরা বেগম ও তাদের শিশু পুত্র সোহান গাজী; খুলনার ডুমুরিয়া থানার সবুজ মোড়ল, তার শিশু কন্যা রাজিয়া খাতুন, রেশমা খাতুন।
তারা সকলেই খুলনার ডুমুরিয়া ও কয়রা থানার বাসিন্দা। সবাই কাজের উদ্দেশ্যে বিভিন্ন সময় ভারতে যান এবং দীর্ঘদিন ভারতেই তাদের অবস্থান করছিলেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাদের আটক করে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে প্রেরণের পর। আজ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ধৃত
রাতে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, বিজিবি কর্তৃৃক সোপর্দকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমজেডআর/এমএ