বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, 'আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মুন্সীগঞ্জে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমাদের হিন্দু ভাইদের যে ধর্মীয় শারদীয় দুর্গোৎসবে আমরা এখানে ভাই ভাই হিসেবে পূজা মণ্ডপে এসেছি।'
সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর জিউর মব্দির, বাগমামুদালীপাড়া মব্দির, কালীবাড়ী মন্দির, রনছ ও বড় কেওয়ার মনিপাড়ায় মেহেরকালী ও দুর্গা মন্দির, চরশীলমন্দি শ্রী শ্রী সিদ্বেশ্বরী মন্দির ও যোগিনীঘাটসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, 'আমাদের মণ্ডপে যারা দায়িত্বে আছেন সবার সাথে কথা বললাম। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। যে যার মত করে ধর্মের উপর বিশ্বাস রেখে, যে যার অনুশাসন অনুযায়ী সে তার ধর্ম পালন করে যাচ্ছেন।'
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য,সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল গাজী, জাহাঙ্গীর ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আল আরাফ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম আহমেদ, হরগঙ্গা কলেজের সাবেক এজিএস সালাউদ্দিন বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আদর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন পলাশসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এমএইচ/এমএ