এডভোকেট মু. আতিকুর রহমার ভুঞাকে সভাপতি ও মো. মাশহুদুর রহমান সাজেদকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাত সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৩ বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে কালীগঞ্জের একটি রেষ্টুরেন্টে নতুন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন।
এ সময় সংগঠনের সাধারণ সদস্য মো. খোকন মিয়া, রাসেল মিয়া ও সৈয়দা সেলিনা পারভীন রত্না উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি নুর আক্তার বেগম, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী ও মো. আক্তারুজ্জামান।
এদিকে, ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাত সদস্য বিশিষ্ট নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটির অন্য উপদেষ্টারা হলেন- মো. মুর্শিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুনির উদ্দীন আহমেদ, নাইম এস আহমেদ, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জি. মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিতপ্তরের গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা।
আরএস/এমএ