জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, 'আমরা এমপি নই, আমরা মন্ত্রী নই, আমরা জনগণের সেবক। আমরা পাহারাদার।'
সোমবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, 'আমরা জনগনের পাশে থেকে খেদমত করতে চাই। এই নির্দেশ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে।'
তিনি বলেন, 'তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই ভাঙ্গার প্রতিটা পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতা কর্মীরা দুর্গা উৎসব যতদিন চলবে, ঠিক ততদিন পাহারা দেবে।'
কৃষক দলের এই নেতা বলেন, 'ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ভাঙ্গা থেকে ধানের শীর্ষ ৯০ শতাংশ ভোট পাবে। ভাঙ্গার মানুষ মনে প্রাণে বিএনপিকে ভালোবাসে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী।'
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমআর/এমএ