বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, 'দলীয় সকল নির্দেশনা মেনে চলে দেশ ও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের। শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেবে বিএনপি।'
শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপির কর্মী সমর্থকরা এ সভার আয়োজন করে।
মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইল-১ আসনের জনসাধারণ স্থানীয় মানুষকে বিএনপির এমপি বানাতে চায়। বিগত সময়ে নানা জেল, জুলুম, অত্যাচারসহ নানা মামলার আসামি হয়ে জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এমপি হয়ে মধুপুর-ধনবাড়ীবাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব ইনশাআল্লাহ।
সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল নির্দেশনা নেতাকর্মীদেরকে মেনে চলার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন- মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, বিএনপি নেতা শিল্পপতি আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রফেসর রেজাউল হক, আইন উদ্দিন, বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন বিএসসি ও পিয়ারা বেগমসহ অন্যরা।
কর্মী সভায় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এইচআর/এমএ