স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথাও যাবে না।'
শনিবার দুপুর আড়াইটার দিকে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি 'জুলাই বীরত্ব' ও 'জুলাই আত্মত্যাগ' এর উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।'
তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব ২০২৫ উযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরালে ইতিহাসভিত্তিক এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এটি কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় বরং ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের এই গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা।'
তিনি আরও বলেন, 'এ প্রজন্মকে আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। এই আন্দোলন জাতিকে নতুন শিক্ষা দিয়েছিল। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বীর যোদ্ধা ও শহীদ হওয়া বীরদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতিটিতে জায়গা পেয়েছে জুলাই আন্দোলনের বীরযোদ্ধা রিকশাচালক মোহাম্মদ সুজন, আন্দোলনে নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাঈদ ও নিহত শহীদ গোলাম নাফিজ।
পূজা মন্ডপ পরিদর্শন
পদ্মা সেতুর গ্রাফিদি উদ্বোধনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লৌহজংয়ের কনকসার মালো পাড়ায় পূজা মন্ডপ ও দক্ষিণ মসদগাঁও শ্রী শ্রী সর্বজনীন কালী ও দুর্গা নামে দুটি মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ইনশাল্লাহ এ বছর কোনো রকম কোনো কিছুর আশঙ্কা নেই। আপনারা ঠিক মত পূজা অর্চনা করেন। সরকার আপনাদের পাশে আছে। তাছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবকরাও কাজ করছে। এ বছর সরকার ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনাদের জন্য।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ সিং অমিত, কনকসার মন্দির কমিটির সভাপতি অশোক কুমার মালো।
এমএইচ/এমএ