নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে নীলফামারীর জলঢাকা উপজেলার সুবিধাবঞ্চিত ৮০টি দুঃস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে 'এসো অসহায়ের পাশে দাঁড়াই' এমন শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসো দেশ গড়ি সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান।
প্রধান অতিথি বলেন, 'বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার। এসো দেশ গড়ি সংস্থা অবহেলিত মানুষের কল্যাণে যে আন্তরিকতা নিয়ে কাজ করছে তা প্রশংসনীয় এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো দেশ গড়ি সংস্থার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ।
তিনি বলেন, 'আমরা শুধু টিউবওয়েল বিতরণ করছি না, প্রতিটি টিউবওয়েলের সাথে টেকসই প্লাটফর্ম তৈরি করে দিচ্ছি, যাতে উপকারভোগী পরিবারগুলো দীর্ঘমেয়াদে সুপেয় পানি ব্যবহার করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।'
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় শুধু টিউবওয়েল বিতরণই নয় বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করে দেয়া হচ্ছে। এর ফলে পানিবাহিত রোগ কমে আসবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।
উপকারভোগীরা এসো দেশ গড়ি সংস্থার এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।
এইচএস/এমএ