প্রায় চার ঘণ্টার সড়ক অবরোধের পর কারিগরি শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। তবে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলন চালানোর ইঙ্গিত দিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম।
তিনি বলেন, সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষার্থীরা ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করবে। এর মাধ্যমে বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে।
মাশফিক ইসলাম আরও জানান, মন্ত্রণালয় যে কোটার সংজ্ঞা দিয়েছে, তাতে ডিপ্লোমা প্রকৌশলীদের কোনো উল্লেখ নেই, অথচ কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী এ নিয়ে মিথ্যাচার করছে। প্রয়োজনে সারাদেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান অভিযোগ করেন, ‘প্রকৌশলী আন্দোলনের’ ব্যানারে কিছু বিএসসি শিক্ষার্থী অযৌক্তিক তিন দফার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা সামাজিক মাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছে এবং প্রকাশ্যে ডিপ্লোমা শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে।
হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করেন।
যার মধ্যে রয়েছে—
হত্যার হুমকি দেওয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা,
অযৌক্তিক তিন দফার পক্ষে পরিচালিত সব কার্যক্রম বন্ধ করা,
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যৌক্তিক ছয় দফা দাবি বাস্তবায়ন,
ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
এর আগে রাজধানীর বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।