বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে সোমবার মোরেলগঞ্জে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হরতাল সফল করতে বিক্ষোভ মিছিল ও নব্বইরশি বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতাল চলাকালীন সব দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। নব্বইরশি বাসস্ট্যান্ডে হরতালের সমর্থনে আগুন জ্বালানো হয়। মোটরচালিত যানবাহন, দূরপাল্লার যানবাহন, ভ্যান—কোনোটিই চলাচল করেনি এসময়। উপজেলা নির্বাচন অফিস তালাবদ্ধ ছিল।
বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ হরতালের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজারসহ প্রশাসনিক চত্বর প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম প্রমুখ।
এ হরতাল উপজেলার ১৬ ইউনিয়নে প্রভাব ফেলেছে। সব ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। হরতালের সমর্থনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়নি। সকল পরীক্ষাও বন্ধ করে দেওয়া হয়।
একে/আরএন