নরসিংদীর মনোহরদীতে এক ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর রোববার (৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এএমটি আরবি জেভি-এর প্রতিনিধি ইলিয়াস মিয়ার অভিযোগে বলা হয়, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আরএইচডি) থেকে চালাকচর জিসি পর্যন্ত সড়ক নির্মাণের কাজ তারা হাতে নেন। কাজ শুরু হওয়ার পর থেকেই চন্দনবাড়ী ইউনিয়নের হেতেমদী গ্রামের ইলিয়াছ, মমিন, আজিম, শামীম মিয়া, খোরশেদ আলম, কালা মিয়া, ছাব্বির হোসেন, বাঘব গ্রামের জাহিদুল ইসলাম এবং আসাদনগর গ্রামের ইবরাহিমসহ ২০–৩০ জন ব্যক্তি তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাহাদাত চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগে আরও বলা হয়, গত ২৪ আগস্ট উল্লিখিত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দেন। পরদিন শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ইটের কণা লুট করে হেতেমদী বাসস্ট্যান্ডের পাশে একটি জমিতে মজুত করে রাখেন। এ সময় প্রতিবাদ করলে শ্রমিকদের মারধরও করা হয়।
এরপর গত রোববার দুপুরে আবারও অস্ত্রের মুখে ট্রাক চালককে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২০ হাজার টাকার ট্রাকভর্তি ইট লুট করে নিয়ে যায় তারা। পরে বিকেলে মনোহরদী থানায় অভিযোগ দিলে রাতে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি দুলাল আকন্দ বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান চালিয়ে এক ট্রাক ইটের খোয়া উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এইচএআর/এসআর