বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলার অন্যান্য উপজেলার মতো চিতলমারীতেও সকাল-সন্ধ্যা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত গেজেটে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সংখ্যা কমিয়ে তিনটি করা হয়। এই সিদ্ধান্ত বাতিল করে পুনরায় চারটি আসন বহালের দাবিতে জেলাজুড়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
চিতলমারী উপজেলায় হরতালের সমর্থনে উপজেলা মোড়, শহীদ মিনার সংলগ্ন সড়ক, পুরাতন স্টিল ব্রিজ এলাকা এবং পাটগাতী-বাগেরহাট সড়কের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
হরতাল চলাকালে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ ফজলুল হক, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সোয়েব হোসেন গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর মোঃ মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আবুল কালাম কাজী।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পিএম/ এসআর