রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি ঘিরে ছাত্রদল অভিযোগ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইসলামী ছাত্রশিবিরসহ তিনটি সংগঠনকে ১৫ লাখ টাকা অর্থায়ন করেছে এবং সেই টাকার মাধ্যমেই আন্দোলনরত ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলায় তাদের নারী নেত্রীদের হেনস্তা করা হয়েছে এবং অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ বলেন, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানার পরিবর্তে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, “মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী।” একইভাবে ছাত্রশিবিরও অর্থায়ন ও হামলার অভিযোগ ‘হাস্যকর ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ভিডিও ফুটেজেই স্পষ্ট কারা হামলা করেছে।
দুই মাস ধরে ছাত্রদল দুটি দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে। প্রথম বর্ষের প্রায় চার হাজার শিক্ষার্থীকে ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। যদিও হামলার শিকার হওয়ার অভিযোগ করলেও ছাত্রদল জানিয়েছে, তারা নির্বাচনে অংশ নেবে।
অন্যদিকে, নারী নেত্রীরা অভিযোগ করেছেন যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং এবং ‘ভিকটিম শেমিং’-এর মুখে পড়তে হচ্ছে।
আরএইচএফ/এসআর