রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারকে নগদ অর্থ ও জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে কারিতাস রাজশাহীর উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউপি প্রশাসক তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। কারিতাসের প্রকল্প ম্যানেজার এসএম জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবার রহমান, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আবদুল লতিফ মিঞাসহ অনেকে।
কারিতাস জানায়, দুই সপ্তাহ আগে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলায় ১৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৭০০ হেক্টর কৃষিজমি সম্পূর্ণ ধ্বংস হয়। এর মধ্যে বাঘার চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের ২০০ পরিবারকে নগদ ৬ হাজার টাকা, জরুরি হাইজিন কিট এবং নন-ফুড আইটেম (এনএফআই) প্রদান করা হয়েছে।
হাইজিন কিটে ছিল ঢাকনাসহ প্লাস্টিক বালতি, সাবান, গুঁড়া সাবান, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিক মগ ও ওআরএস। এছাড়া জরুরি শেল্টার সহায়তা হিসেবে নির্বাচিত ৮০ পরিবারকে বিশেষ এনএফআই প্রদান করা হয়েছে।
কারিতাস রাজশাহীর প্রকল্প ম্যানেজার এসএম জিল্লুর রহমান বলেন, “আমরা সপ্তাহব্যাপী জরিপ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করেছি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও পুনর্গঠনে কারিতাস সবসময় অগ্রণী ভূমিকা রাখছে।”
এএইচএ/এসআর