জামালপুরের সরিষাবাড়ীতে চর ধানাটা যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ধানাটা (পশ্চিমপাড়া) বরইতলা এলাকার সুবর্ণাখালী নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
পরে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন সেলিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল আমিন মিলু, উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, পৌর বিএনপির তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম রেজা, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরামবাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঝরু এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শামীম হোসাইন সোহেল প্রমুখ।
প্রতিযোগিতার ধারাভাষ্য প্রদান করেন শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘দাদা-নাতি’র দল, বাঘমারা; এবং রানারআপ হয় ‘মরহুম ফজর আলী শেখ’-এর দল, ধানাটা। এ সময় নদীর দুই পাড়জুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়।
প্রতিযোগিতার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, “গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই আয়োজন। চর ধানাটা যুব সমাজ নিজস্ব ব্যবস্থাপনায় সফলভাবে নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন করেছে। সমাজকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের সুস্থ বিনোদনের আয়োজন অব্যাহত থাকবে।”
জেজে/আরএন