মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে মুদি দোকান, স্বর্ণের দোকান, ডেকোরেটর ও ওষুধের ফার্মেসিসহ ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—মিঠুন মুন্সি, নূর মাইক সার্ভিস, মোকলেস ফরাজি, রবি আলম শিকদার, সিরাজ সিকদার, মহিউদ্দিন, অপু বেপারি এবং সঞ্জয় মণ্ডলের দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ আহাদুজ্জামান বলেন, “মঠেরবাজারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
এএইচ/আরএন