খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১ দশমিক ৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলার মোট ৩২টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এরপর মৎস বীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছ গ্রহণ করেন।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা খুলনা মো. বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মো. জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. জাকির হোসেন, সার্ভেয়ার মো. মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা ,ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, 'মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।'
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, 'ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। আজকের এই পোনামাছ অবমুক্তি এই উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
এসএম/এমএ