সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত মো. আলম হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
আটককৃত মো. আলম হোসেন, লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়া খাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাসিয়ামারা নদীতে নিয়মবহির্ভূত ভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় লিয়াকতগঞ্জ বাংলাবাজার, রাবার ড্যাম, চলাচলের সড়কসহ আশপাশের স্থাপনাগুলো মারাত্মক হুমকির মুখে পড়ে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ পাওয়ার পর ইউএনও অরুপ রতন সিংহ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
ইউএনও বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় দোয়ারাবাজার থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এমবি/এমএ