বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে শহরের নাদিশা কনভেনশন হলে ৩০০ জনের অধিক কৃতি শিক্ষার্থীর মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়। রাঙ্গামাটি জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এই অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. আব্দুল আলিম, বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “আগামী দিনে আপনাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। আপনারা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আপনাদের মাঝে নেতৃত্বের যে গুণাবলি রয়েছে, তা বিকশিত করতে হবে। যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। দেশের একজন সূর্যসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে কঠোর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠান শেষে জেলার ৩০০ জনেরও বেশি কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
এসআই/আরএন