খুলনার ডুমুরিয়ায় ইজিবাইককে পিকআপভ্যানের চাপা দেয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাফিজ সরদার (৫৩), রুনা খাতুন (২৫), রিনা খাতুন (২৩) ও ইজিবাইকচালক মুজাহিদুল (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত জন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর গল্লামারীর উদ্দেশ্যে যাত্রা করছিল একটি ইজিবাইক। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত দু'জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আরও একজন মারা যান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদিকে সংঘর্ষের পর পরই পিকআপভ্যানের চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
-এসএম/এমএ