রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন পোষ্য কোটার দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন এই ঘোষণা দেন।
এদিন দুপুরের খাবার বিরতি শেষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফেরার আহ্বান জানান তিনি।
মোক্তার হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে কিছুটা সময় চেয়েছে। সামগ্রীকভাবে, সবকিছু বিবেচনা করে এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের স্বার্থে আমরা আমাদের তিন দিনের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। যদি দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানে, আগামীতে আমরা লাগাতার কর্মসূচী ঘোষণা করব। এবং যতক্ষণ না আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার আদায় হবে পানি, বিদ্যুৎ ও পরীক্ষা সকল কিছু আমরা বন্ধ করে দিব। দুপুরের খাবার বিরতির পর থেকে আপনারা (আন্দোলনকারীরা) নিজ নিজ কার্যক্রমে ফিরে যাবেন।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট থেকে ফের আলোচনায় আসে পোষ্য কোটা। বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে পুনরায় লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। এরই অংশ হিসেবে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আজ রবিবার (২৪ আগস্ট) থেকে আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের আন্দোলনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের নেতৃত্ব দিতে দেখা গেছে। এতে মৌন সমর্থন রয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদেরও।
এদিকে সকাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে অবস্থান কর্মসূচী ও বিভিন্ন হল থেকে ঝটিকা মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় বৃষ্টির বাঁধা উপেক্ষা করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন ও শিক্ষার্থীদের কর্মসূচির মাঝেও রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। তবে প্রথম দিন তেমন সাড়া পাওয়া যায়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
আরএইচএফ/এসআর