পাবনার চাটমোহরে সয়াবিন তেল, জেলি ও ডিটারজেন্ট দিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে কৃষকদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস এবং সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারপত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেনকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুল প্রামাণিকের ছেলে মমিন হোসেনের মালিকানাধীন একটি দুধ প্রসেসিং মিলে ১৮ আগস্ট অভিযান চালান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযানে ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় মিলের মালিক মমিন হোসেন পালিয়ে যান।
অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও বিভিন্ন ধরনের কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট পাউডার, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও চুলা উদ্ধার করা হয়।
এরপর ২০ আগস্ট সকালে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, এলাকাবাসী ভেজাল দুধ তৈরির মূল হোতা মমিন হোসেনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরআর/আরএন