সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আরও পাঁচজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট) ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার-১২৩১/৮-এস সংলগ্ন শহীদ মিনার এলাকায় টহলরত অবস্থায় ৮-৯ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে। বিজিবি সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
আটককৃতরা হলো— কুড়িগ্রাম জেলার মো. জাহেদুল ইসলাম (১৯), মো. রেজা আহমেদ (২০), মোছা. মোসকান আক্তার (২০) এবং বগুড়ার মো. রনি হাসান (২৫)।
পলাতকরা হলো— সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. সুমন মিয়া (৩০), মুসা মিয়া (৩৫), মো. চাঁন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬) এবং মো. জাকির মিয়া (৩০)।
বিজিবি জানায়, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভারতে প্রবেশের বিনিময়ে স্থানীয় দালাল চক্রকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেছে। বৈধ পাসপোর্ট ছাড়া ভারত প্রবেশের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অর্ডিন্যান্স ১৯৭৩ এর ১১ (১) (ক)/১১ (১) (গ) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাহিদুল হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএএমবি/ এসআর