BREAKING: |
মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু ও খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হন। তাদের একত্রিত হওয়ায় সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ অভিযানে নামে। পূর্বপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজী শাহাদাত হোসেন মিঠু ও জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতেই এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাকা মামলা আদালতে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ/আরএন