মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনেরবিএনপির দুই সম্ভাব্য প্রার্থীর একই স্থান ও একই সময়ে কর্মী সভা ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগামী ১৫ আগস্ট বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলাধীন কোলাপাড়া ইউনিয়নে একই স্থান ও একই সময়ে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গোয়েন্দা তথ্য মতে, কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা (৯ নং ওয়ার্ড) পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব হোসেন নাঈমের নেতৃত্বে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মমিন আলীর আহ্বানে কর্মী সভা আহ্বান করা হয়।
এদিকে, একই স্থান ও সময়ে কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কায়েস উদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জ-১ আসনে অপর মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ গ্রুপের নেতৃবৃন্দের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়েছে।
মোমিন আলী গ্রুপের পক্ষ থেকে তার নিজ ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচির অনুমতির জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেছেন বলে জানা যায়।
অন্যদিকে, মমিন আলী গ্রুপের কর্মী সভাকে বানচাল করার লক্ষ্যে আব্দুল্লাহ গ্রুপের নেতৃবৃন্দ কর্মী সভার আয়োজন করেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সূত্র জানায়।
গোয়েন্দা তথ্য মতে, কোলাপাড়া ইউনিয়নে আলহাজ্ব মো. মমিন আলীর বাড়ি হওয়ায় এখানে তার প্রভাব, জনপ্রিয়তা ও কর্মী সমর্থক বেশি রয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে বলেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জানান, তারা দলের নেতা। মমিন আলী দলের সভাপতি বা সেক্রেটারি নন যে তিনি কর্মী সভা আহ্বান করবেন। আর গত ১ বছর ধরে কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ ভাইকে একটি সভা করার জন্য তাগিদ দিয়ে আসছিলেন। আগামী ১৫ আগস্ট আব্দুল্লাহ ভাই সম্মতি দেয়ায় কর্মী সভা আহ্বান করা হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী জানান, আমার ইউনিয়ন এটি। এ ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান ছিলাম আমি। সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতিকে শ্রীনগর উপজেলায় এসে সভা করতে হবে কেন। তাও আবার আমার ইউনিয়নে।
তিনি জানান, আমি প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। আমি আমার দলের নেতাকর্মীদের নিয়ে সভা করবোই।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার মো. নাজমুল হুদা খান জানান, ১৫ আগস্ট আমাদের নির্দেশনা আছে তিন জন একসাথে চলতে পারবেনা। এমন একটা দিনে সমাবেশ আহ্বান করা ঠিক হয়নি। আমরা কোনো পক্ষকেই সমাবেশ করতে দেব না।