আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ডিপিপি অনুমোদনের বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের মহাসড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমংরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে আধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থীরাও। এর পরে দুপুর ১২টার দিকে হাটিকুমরুল হাইওয়ের গোলচত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
মানবনন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মেরাজ হাসান ও হৃদয় সরকার সহ অনেকে। তারা বলেন, বিশ্ব কবির নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বারবার আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে।
তারা হুশিয়ারী দিয়ে বলেন, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। তাই সরকার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদনে আশ্বস্ত না করলে আগামী রোববার থেকে ঢাকা মহাসড়ক এবং উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হব আমরা।
এদিকে তাদের এ কর্মসূচির সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একাত্মতা প্রকাশ করেছেন।
এবি/ এসআর