BREAKING: |
নীলফামারীর জলঢাকায় জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের স্মরণে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই কলেজ) প্রাঙ্গণে আমলকী গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি জায়েদ ইমরুল মোজাক্কিন। তিনি কলেজ প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জায়েদ ইমরুল মোজাক্কিন বলেন, “জলঢাকা উপজেলায় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ২৪ জন যোদ্ধার নামে সরকারি গেজেট রয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে তাদের স্মরণে তারা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেই ২৪টি প্রতিষ্ঠানে আমলকী গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুর হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান, প্রভাষক হালিমুর রহমান, মশিউর রহমান, আব্দুল করিম, জাহিদ ইকবাল, ধনপতি রায়, নুরে আলম সিদ্দিকী, সাজেদুর রহমান এবং বিএমআই স্কুলের ইনচার্জ জিয়া।
এইচএস/আরএন