ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন এবং নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৬টার দিকে শ্রীনগর থানাধীন কামারখোলা ব্রিজের ঢালে। ময়মনসিংহ থেকে ফরিদপুরের আটরশিগামী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি বস্তাবোঝাই ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) নামে এক যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
নিহত চান মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ফরিদপুরের আটরশি মাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন, আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০) ও সোহেল (৩০)। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকার ওজন স্টেশনের সামনে আরও একটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন।
আহতরা হলেন, খাদিজাতুল কুবরা (০৪), তাহিয়া (৩০), সুমাইয়া (২০), আলিয়া বেগম (৫০) ও রতন হাওলাদার (৫০)। তারা সবাই সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এই দুটি দুর্ঘটনায় একদিকে প্রাণহানি ও অন্যদিকে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হওয়ায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
এইচআই/আরএন