পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজি, জমি দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মোঃ শাহাদাত (৪০) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প এবং মির্জাগঞ্জ থানা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার শাহাদাত মির্জাগঞ্জ থানাধীন ১ নং মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে: জোরপূর্বক চাঁদা আদায়, মসজিদের মালামাল চুরি, এবং মারপিট করে হত্যার হুমকি প্রদান।
মামলার তথ্য অনুযায়ী, আসামি শাহাদাত মাধবখালী ইউনিয়নের জামে মসজিদ থেকে ৫০০ কেজি রড চুরি করে, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫,০০০ টাকা। এছাড়া, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছ থেকে ৫,০০০ টাকা চাঁদা আদায় করে।
গত ২৪ জুলাই, মসজিদের সভাপতি মাওলানা আমিনুল ইসলামকে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শাহাদাত আমিনুল ইসলামকে মারধর করে এবং খুনের হুমকি দেয়। এর পাশাপাশি, শাহাদাত খুশি আক্তার নামে একজন দোকানদারের মালামালও জোরপূর্বক নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আসামি বর্তমানে থানায় রয়েছে এবং তাকে মির্জাগঞ্জ থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন। আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এএ/আরএন