রাঙ্গামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও রাঙ্গামাটি বেতারের সঞ্চালক মো: তারেক আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন (পারভেজ), দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, বাংলালিংক এর রাঙ্গামাটি অফিস প্রধান অমৃত পাল, রাঙ্গামাটি উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, সাংবাদিক মিল্টন বাহাদুর, ইমতিয়াজ কামাল ইমন প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের ৪ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন।
এসআই/আরএন