পাঁচ মাস ১০ দিন পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন। দীর্ঘদিন পর শিক্ষাকার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে সোমবার (২৮ জুলাই) দুপুরে অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। একই দিন সকালে কুয়েট শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে।
জানা গেছে, গত দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন জানান, উপাচার্যের আশ্বাসে শিক্ষকরা আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি, প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। একপর্যায়ে আন্দোলন ভিসিবিরোধী এক দফা দাবিতে রূপ নেয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে।
এরপর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে শিক্ষক সমিতি ক্লাস বর্জন করে। এরপর অস্থির পরিস্থিতির মধ্যে গত ১৯ মে খুলনা ত্যাগ করেন ড. হযরত আলী এবং ২২ মে তিনি পদত্যাগপত্র জমা দেন।
দীর্ঘ দুই মাস পর উপাচার্য নিয়োগ হলেও কুয়েটের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল টানা পাঁচ মাস ১০ দিন। সবশেষ, বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় তিনি কুয়েটের প্রশাসনিক ভবনে যোগদান করেন।
এসএস/আরএন