ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা নীলফামারীর জলঢাকা পৌর সভার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলাগাড়ীর চৌধুরী পরিবারের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী।
বুধবার সন্ধ্যায় গুলাগাড়ীর পারিবারিক কবরস্থানে বিমান বাহিনীর প্রধানের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন মোমিনুল ইসলাম ও উইং কমান্ডার এস এম আনিসুর জামান শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেনসহ পরিবারের সদস্যবৃন্দ।
পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন। তার এ স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আর এ শোকে নিজেদের ধৈর্য ধারণ করতে হবে। তার এই জীবন উৎসর্গ আমাদের আগামীতে প্রেরণা যোগাবে।
এর আগে বুধবার সকালে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, এ শোককে শক্তিতে রুপান্তর করে তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। তার এই জীবন উৎসর্গ আমাদের আগামীতে প্রেরণা যোগাবে ও আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।'
ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, 'মাহরীন চৌধুরী একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। শিক্ষা বিস্তারে তিনি কাজ করছিলেন। তার এ স্বপ্নগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সহ পরিবারের সদস্যবৃন্দ।
গত সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরায় স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহরিন চৌধুরী।
এইচএস/এমএ