Sunday | 26 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 26 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

ঝিনাইগাতীতে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

Published : Tuesday, 22 July, 2025 at 6:22 PM  Count : 204

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ও চত্বর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা চিকিৎসক ও কর্মচারীদের নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। দেড় ঘণ্টা ধরে চলা অভিযানে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। এমন কার্যক্রমে রোগী ও তাদের স্বজনেরা মুগ্ধ হয়েছেন। তবে তারা হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই হাতে গ্লাভস পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহাসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা ঝাড়ু হাতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। ব্লিচিং পাউডার ও পানি দিয়ে মেঝে ও দেয়াল ধুয়ে দেন। পরে হাসপাতালের মাঠে ও রাস্তায় পড়ে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা করে। পুরো হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ চলে। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
 
স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্য মো. সাদ্দাম বলেন, আজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় নিজ হাতে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। এটা সত্যিই প্রশংসনীয় কাজ। তবে হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক-সংকট চলছে। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দ্রুত হাসপাতালের চিকিৎসক-সংকট নিরসনের দাবি জানাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এ কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। যেখানে-সেখানে ময়লা-আর্বজনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া হাসপাতালের জনবল-সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জেডএইচএম/এসআর
সম্পর্কিত   বিষয়:  ঝিনাইগাতী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close