বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে সচিবালয়ে প্রবেশের সব গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা এক নম্বর গেটের সামনে অবস্থান নিলে কর্তৃপক্ষ গেটগুলো বন্ধ করে দেয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—এই ধরনের স্লোগান দিচ্ছেন।
সচিবালয়ের ভেতরের গেটগুলোতে এবং বাইরে প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরও সেখানে দেখা গেছে।
এছাড়া, শিক্ষার্থীদের একটি দল ঢাকা শিক্ষা বোর্ড এলাকা হয়ে সচিবালয়ের সামনে এসে বিক্ষোভে যোগ দেয়। তারা গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে, তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছে।
বিক্ষোভের কারণে সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। এতে সচিবালয়ের অভ্যন্তরে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরএন