গোপালগঞ্জে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ও স্থাপনা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে জেলা কারাগারে যান এবং সেখানে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের সহিংস ঘটনার বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, যেসব ব্যক্তি এই ঘটনায় জড়িত, কেবল তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলেও জানান। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কাজ চলছে।
এই বক্তব্য তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রদান করেন।
এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষস্থল, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি স্থান ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা কারাগারের জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় দুই উপদেষ্টা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
এমএইচ/আরএন