| BREAKING: |

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজার এলাকা থেকে আলমগীর হোসেন (৪৬) নামের তাবলিগ জামাতে অংশগ্রহণকারী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার জিরতলী বাজারের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন ওই উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে তিন দিনের তাবলিগ জামাতে অংশ নিতে আলমগীর জিরতলী বাজার মসজিদে যান। আজ শনিবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিনি হাঁটতে বের হন। দীর্ঘসময় মসজিদে ফিরে না আসায় তাঁর সঙ্গীরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে খালের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের ভাই মাসুদের ভাষ্যমতে, আলমগীর শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাঁটার সময় অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমআর/আরএন