| BREAKING: |

গাজীপুরের কাপাসিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল আমীন নূরু (১৯)। তিনি কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম বনি আমিন (২৬)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, দুই ভাই একসাথে বাঁশ কাটতে গেলে জমি-সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় বড় ভাই পিটিয়ে ছোট ভাইকে হত্যা করেন।
স্থানীয় বারিষাবো ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন জানান, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই উত্তেজিত হয়ে লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এতে নুরু মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশী বকুল মিয়া বলেন, ছেলেটা নেশাগ্রস্ত ছিল। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আজ সকালে বাবা ও দুই ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এই মারামারির ঘটনা ঘটে।
ওসি জয়নাল আবেদীন মন্ডল সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বড় ভাই আটক হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আপাতত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। তবে বিস্তারিত জানানো হবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এনএ/আরএন