দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মোঃ আবুল হোসেন (৬৩)–এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন।
মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে।
ব্যবসায়ী মোঃ আবুল হোসেন দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ার বাসিন্দা এবং মোঃ আব্দুল মান্নানের পুত্র।
অভিযোগে বলা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রাথমিক তদন্তে জানতে পারেন, আবুল হোসেন জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। এ প্রেক্ষিতে দুদক তার কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করে।
এর পরিপ্রেক্ষিতে গত ২০২২ সালের ৫ জুন তিনি দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা।
তবে অনুসন্ধানে জানা যায়, তার মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকা। অর্থাৎ, তিনি ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৬(২) ও ২৭(১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
ফলে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম। তিনি বলেন, “পূর্ণাঙ্গ তদন্ত শেষে মামলার চার্জশিট দেওয়া হবে।”
এএইচ/আরএন