| BREAKING: |

জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকানঘর নির্মাণ এবং মাননীয় বিচারকদের বহিরাগতদের মাধ্যমে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।
মানববন্ধনে অভিযোগ করা হয়, জেলা প্রশাসকের প্রশ্রয়ে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের" একজন সমন্বয়ক আদালত চত্বরে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা করছেন।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক এটিএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, সদস্য সচিব নাজমুল ইসলাম জনি এবং সদস্য নূর-ই-আলম সিদ্দিক প্রমুখ।
আইনজীবীরা অভিযোগ করেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর ইন্ধনে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন" এর নেতা হাসিব আদালত চত্বরে অবৈধ ঘর নির্মাণের চেষ্টা করছেন। পাশাপাশি, সম্প্রতি আদালতে ছাত্র আন্দোলনের সময় আহত ও নিহতদের ঘটনায় গ্রেপ্তার আসামিদের জামিনের বিষয়ে বিচারকদের হুমকি দিতে কতিপয় বহিরাগত আদালতে প্রবেশ করে শাসানোর চেষ্টা করে। বক্তারা এসব ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসআই/আরএন