Sunday | 26 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 26 October 2025 | Epaper
BREAKING: নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান      দেশে মাথাপিছু আয় ২৮২০ ডলার, ঢাকায় ৫১৬৩ ডলার      ‘মিথ্যা মামলায় নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে’      ইলিশ শিকার: ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, সমুদ্রে যাচ্ছেন ৫০ হাজার জেলে      বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা      ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি      শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস      

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্মকর্তাদের কমপ্লিট শাট ডাউন

Published : Sunday, 29 June, 2025 at 9:27 PM  Count : 68

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) কর্মকর্তা-কর্মচারীরা টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করছে। পূর্বঘোষিত এ কর্মসূচীর কারণে বন্ধ রয়েছে সকল প্রকার আমদানি-রপ্তানি। এতে এ স্থলবন্দরের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকেরা পড়েছে ক্ষতির মুখে। 

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচী চলমান রয়েছে। এ কারণে শনিবার সারাদিন ও রোববার (২৯ জুন) এ স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।  

রোববার বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস ও বন্দরের কার্যালয়গুলোতে শুনশান নিরবতা এবং কর্মব্যস্ত এ বন্দরটি পড়ে রয়েছে একদম ফাঁকা অবস্থায়।   

এ স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বহু পণ্যবাহী ট্রাক প্রবেশের অপেক্ষোয় পড়ে আছে বলে ব্যবসায়ীরা জানায়। আটকে পড়া গাড়ির পণ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শত শত ব্যবসায়ী। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় মোটা অংকের লোকসানের আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের ইয়ার্ডে (মাঠে) ভারত থেকে আসা ১৪ টি পণ্যবাহী গাড়ি শুল্কায়ন না হওয়ায় ও স্থলবন্দরের সড়কে রপ্তানি পণ্য নিয়ে দুইটি ট্রাক গত তিনদিন ধরে পড়ে রয়েছে। এতে ওই গাড়ির চালকেরা নানান সমস্যায় পড়েছে। 

অপরদিকে এ স্থলবন্দরের কাজের উপর নির্ভরশীল কয়েকহাজার শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন। এতে জীবন-যাপন নিয়ে তাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। 

বুড়িমারী স্থলবন্দরের পণ্য খালাস ও বোঝাইয়ের কাজে নিয়োজিত শ্রমিক মইদুল ইসলাম জানান, ‘কাস্টমের লোকজন কোনো কাজ করছেনা, এজন্য গাড়িও আসছেনা। বন্দরে কাজের অপেক্ষায় বসে আছি। কাজ না করলে সংসার চালাবো কিভাবে?’   

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুইদিন ধরে কমপ্লিট শাটডাউন চলছে, কর্যক্রম বন্ধ আছে। আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফের কাজকর্ম বন্ধ আছে। অবশ্যই ক্ষতি এটা। আমরা চাই দ্রুত সমাধান হউক।’  

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশার (এসি) রাহাত হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচীর কারণে শুল্কায়ন পুরোদমে বন্ধ থাকায় আমদানি-রপ্তানি হচ্ছেনা। কর্মসূচী প্রত্যাহার হলে পূর্বের মত কার্যক্রম চলবে।’

এমএইচএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  বুড়িমারী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close