মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের জালাল উদ্দিন (৬৫) ও জিল্লুর রহমান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের যাত্রী ডা. আব্দুল হালিম ও ট্রাকচালকের সহকারী হেলপার হাসিব।
জানা যায়, ভোরে ঢাকামুখী একটি চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাক ও বাস উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন এবং ২২ জন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, 'যশোর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ হামদান এক্সপ্রেস চলমান একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রথম ধাক্কায় বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের রেলিংয়ে আলাদা ভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দু'জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান আরও দু'জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।'
হাসানরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এইচআই/এমএ