দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার দুপুরে বিরল উপজেলার একটি ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মঈনুল হোসেন। তিনি বিরল উপজেলার পাকুড়া গ্রামের বাসিন্দা।
বিরল থানার ওসি আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ধান, চাল ও ভুট্টা ব্যবসায়ী মঈনুল হোসেন এনআরবিসি ব্যাংক, বিরল শাখা থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের উদ্দেশে রওনা দেন। পথে মাহাজনবাড়ির অদূরে বানিয়াপাড়া এলাকায় ৩টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
তিনি আরও জানান, “মঈনুল হোসেন চিৎকার করলে ঘটনাস্থলটি জনশূন্য হওয়ায় আশপাশে কেউ দ্রুত এগিয়ে আসতে পারেনি। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।”
ব্যবসায়ী মঈনুল হোসেন বলেন, “ছিনতাইকারীরা পেছন দিক থেকে এসে হঠাৎ আমার পথরোধ করে। আমি টাকার ব্যাগ দিতে না চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে আমাকে ভয় দেখায় এবং জোরপূর্বক ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।”
পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
বিরল থানার ওসি আব্দুস সবুর বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মঈনুল হোসেনের জবানবন্দি নিয়েছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড করা হবে।”
এআর/এএইচ/আরএন