ঘরে বসে অনলাইনে অর্থ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনা নাগরিকসহ পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন: চীনা নাগরিক মা ফিউবিন, এবং বাংলাদেশি নাগরিক মিজানুর রহমান (৩১, টাঙ্গাইল), আব্দুল সাত্তার (৪২, টাঙ্গাইল), মাসুম বিল্লাহ (২৫, বগুড়া) ও আসাদুজ্জামান (৩২, দিনাজপুর)। তারা সবাই রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।
জিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল সাইবার ক্রাইম মনিটরিং কার্যক্রমের আওতায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও তাদের কাছ থেকে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশে এজেন্ট হিসেবে কাজ করতেন। চীনে অবস্থানরত তার সহযোগীরা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে অনলাইনে ঘরে বসে অর্থ আয়ের লোভ দেখিয়ে তাদের গ্রুপে যুক্ত করতেন এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিতেন।
তারা আরও জানায়, মা ফিউবিন তার বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারিত অর্থ সংগ্রহ করতেন এবং পরে তা নিজেদের নিয়ন্ত্রণাধীন অ্যাকাউন্টে স্থানান্তর করতেন।
প্রতারকচক্রটি পরিকল্পিতভাবে টেলিগ্রাম অ্যাপের বিভিন্ন আইডি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল এবং সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ।
এফএ/আরএন