চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জন্য স্থাপিত একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন মালিকানা জটিলতায় অবরুদ্ধ ছিল। অবশেষে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে এটি দখলমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা কমিউনিটি ক্লিনিকটি দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। এ সময় দখলদার শারমিন আক্তার শাহানাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, সিবিএইচসি (CBHC) প্রকল্পের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় নোয়াব আলী ভূঁইয়া, মনোয়ারা বেগম ও মনির উদ্দিনের দেওয়া জমিতে ক্লিনিকটি নির্মাণ করা হয়। ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। এরপর থেকে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিল ক্লিনিকটি।
কিন্তু সম্প্রতি স্থানীয় আব্দুর রহিম ও তার স্ত্রী শারমিন আক্তার শাহানাজ জমির মালিকানা দাবি করে ক্লিনিকের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে থাকেন। এ বিষয়ে তাঁরা আদালতেও মামলা করেন। গত ১৪ জুন ওই দম্পতি তাদের লোকজন নিয়ে ক্লিনিকে এসে চিকিৎসককে মারধর করেন এবং প্রবেশপথে গাছের বেড়া দিয়ে ক্লিনিকটি কার্যত অবরুদ্ধ করে ফেলেন। এতে কয়েকদিন ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রশাসনের সহযোগিতায় ক্লিনিকটি দখলমুক্ত করেছি এবং পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। এ ঘটনায় ২২ জুন থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ক্লিনিকটি দখলমুক্ত করেছি। সরকারি কাজে যেকোনো ধরনের বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমআইএইচ/এসআর