কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সাত বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ জুন) ভোরে লেদা খালে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ (৭) উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ব্লক-সি/০৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শিশু আব্দুল্লাহ খেলতে বের হয় এবং এরপর আর ফিরে আসেনি। ওইদিন সন্ধ্যার পর একটি অজ্ঞাত নম্বর থেকে তার বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীরা হুমকি দেয়, টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে।
ওসি আরও জানান, মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা শিশুটিকে হত্যা করে লেদা খালের পানিতে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪ এর ব্লক-এ/০৫ সংলগ্ন লেদা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা এবং তাৎক্ষণিকভাবে পরিবারকে খবর দেন। পরে পরিবার মরদেহ শনাক্ত করে নিজ শেডের সামনে নিয়ে যায়।
খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি গিয়াস উদ্দিন জানান, অপহরণ ও হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এসইউ/আরএন