Sunday | 12 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 12 October 2025 | Epaper
BREAKING: ট্রাইব্যুনালের ১৫ অভিযুক্ত সেনা কর্মকর্তা সেনা হেফাজতে      জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছালো      জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমাবেশে উত্তেজনা, ছত্রভঙ্গ করলো পুলিশ       এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা      দু’একজন উপদেষ্টা ও প্রশাসন একটি দলকে ক্ষমতায় নেওয়ার ষড়যন্ত্র করছে: পরওয়ার      এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চাই: সিইসি      ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার দুর্দান্ত জয়      

সোনারগাঁওয়ে তিন সন্ত্রাসীর কর্মকান্ডে অতিষ্ঠ ২০ গ্রামের মানুষ

Published : Thursday, 19 June, 2025 at 6:21 PM  Count : 724

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন সন্ত্রাসীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে ২০ গ্রামের মানুষ। উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের সন্ত্রাসী নুর মোহাম্মদ ওরফে পাগলা, হাবিবুর রহমান হাবু ও ফেলাইনা নামের এ তিনজন এলাকায় জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রন, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, হুমকি ও মারধরে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। গত ১৭ বছর তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে মানুষ। 

সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে তিন সন্ত্রাসীর বিরুদ্ধে সোনারগাঁওআড়াইহাজার থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ দেড় ডজন মামলা রয়েছে। সম্প্রতি বিএনপির নেতাদের কাছ চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়ে আসছে তারা। তাদের হুমকিতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.সেলিম মিঞা বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের অদুদ বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে পাগলা, হাবিবুর রহমান হাবু, শুক্কুর আলীর ছেলে ফেলাইনার কর্মকান্ডে ওই এলাকার মছলন্দপুর, সেকের চর, গোয়ালপাড়া, শান্তিরবাজার, মান্দারপাড়া, পাইকপাড়া, নাকুড়িয়াহাটি, চেঙ্গাকান্দি, বাস্তমাবাগ,বাড়ৈপাড়া, বিশনন্দী, লক্ষীবরদী, জয়নগর, খাসেরকান্দিও আলগীর চরসহ বিশ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করে ওই এলাকায় নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রন, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা এসব করেছে। বর্তমানের ওই এলাকার বিএনপির একটি গ্রুপের ছত্রছায়ায় তারা এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। 

সন্ত্রাসী নূর মোহাম্মদ ওরফে পাগলার অপরাধমূলক কর্মকান্ডে র‌্যাবের ক্রসফায়ারে তালিকাভূক্ত হওয়ার কারনে ২০২২ সালে মালয়েশিয়া পালিয়ে যায়। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর নভেম্বর মাসে সে দেশে ফিরে আসে। পুনরায় তার সন্ত্রাসী গ্রুপকে সক্রিয় করে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, তিন সন্ত্রাসীর কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিন সন্ত্রাসীর নেতৃত্বে মো. মো. শাওন মিয়া, মামুন মিয়া, ইউনুস মাহমুদ বিজয়সহ কমপক্ষে ৩০জন তাদের অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। তাদের বিষয়ে কেউ প্রতিবাদ করলেই তাদের কুপিয়ে মারাক্তকভাবে আহত করে। তাদের হামলার শিকার হয়েছেন আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন ও তার চাচাতো ভাই  শরীফ হোসেন, বালু ব্যবসায়ী জুয়েল মিয়া, বারদী ইউনিয়নের ৫নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অর্ধ শতাধিক মানুষ। বর্তমানে তাদের কাছে চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছে।

মসলেন্দপুর গ্রামের আশিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ২০ গ্রামের মানুষ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। তাদের গ্রেপ্তার করা না হলে এলাকায় হত্যাকান্ড ঘটার সম্ভাবনা রয়েছে।

সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.সেলিম মিঞা বলেন, একটি টিভি চ্যানেলে ডাকাতি, মাদক, ছিনতাইয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে নুর মোহাম্মদ ওরফে পাগলা তাকে বিভিন্ন মোবাইল ফোন থেকে হত্যা ও গুম করার হুমকি দিচ্ছে। তাদের পুরো পরিবার ডাকাতি ও ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। নূর মোহাম্মদের নেতৃত্বে ২০-২৫জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র রামদা, চাপাতি ও হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।

অভিযুক্ত নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে মানুষ অপ-প্রচার করছেন। কেন এতো গুলো মামলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি?

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, তিনজনের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এইচএমআর/এসআর
 
সম্পর্কিত   বিষয়:  সোনারগাঁও   আড়াইহাজার  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close