সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবদল নেতা আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, হাজী নুরুজ্জামান, জাহাঙ্গীর আহমেদ, রাজু আহমেদ, মামুন মণ্ডল, সোহেলসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহিদুলের নেতৃত্বে ‘ফিল্মি স্টাইলে’ আজমীর হোসেন বিপুলকে পিটিয়ে হত্যা করা হয়। অথচ আসামিরা বর্তমানে জামিনে মুক্ত থেকে মামলার বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।
তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, দুই মাস আগে পৌরসভার রামবাড়ি মহল্লায় যুবদল নেতা বিপুলকে হত্যা করা হয়। এ ঘটনায় হাজী নুরুজ্জামান বাদী হয়ে ৩০–৩৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসবি/আরএন