মৎস ও প্রানিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাম ডিজিজ (এলএসডি) বা এ্যানথ্রাক্স এর জন্য চামড়া সংগ্রহ ৩০ শতাংশ কম হওয়ার বিষয়ে ট্যানারি মালিকদের করা অভিযোগ সঠিক নয়। এলএসডি আক্রান্ত কোন পশু কুরবানী হাটে আসেনি। তাই কোন ব্যাপারী বা ক্রেতা এটি সংগ্রহ করবে না।
মঙ্গলবার সকালে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে নবনির্মিত ডরমেটরি ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা এসময় আরও বলেন, এটি চামড়া বাহিত রোগ। ট্যানারী মালিকদের অভিযোগের ভিত্তিতে অধিদপ্তর তদারকি করেছে। কিন্তু তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এবার কুরবানী কম হওয়ায় লক্ষমাত্রার চেয়ে কম চামড়া সংগ্রহ হলেও দেশীয় পশু সরবরাহতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
ফরিদা আখতার বলেন, আমি মনে করি আমাদের দেশে গরুর যে নিজস্ব জাত রয়েছে তা যদি ভালো সহায়তা দিয়ে উৎপাদন করতে পারি এটাই বিশ্বামানের হবে। এজন্য কিভাবে এটাকে রোগমুক্ত রাখা যায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ফিড নিয়ে গবেষণা করার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি ।
এছাড়া ডিম ও মুরগির বাজারে কারো সিন্ডিকেটের কারণে বা কেউ বাজার দখল ও কারসাজি করার কারণে যেনো মূল্য বৃদ্ধি বা না কমে সে ব্যাপারে সরকার নজর রাখছে বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ তোফাজ্জেল হোসেন এবং সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মুহাম্মদ আবু সুফিয়ান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
ওএফ/এসআর