সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমানের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধ জনতা রবীন্দ্র কাছাড়িবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।
এ সময় এক ইলেকট্রিশিয়ানকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত ৮ জুন রবীন্দ্র কাছারিবাড়িতে এক দর্শনার্থী শাহনেওয়াজ শাহান (৩৫) ও তার স্ত্রী সুইটি আক্তার বেড়াতে আসেন। এ সময় শাহনেওয়াজের সঙ্গে কাছারিবাড়ির কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয় এবং তাকে একটি কক্ষে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ঘটনার জন্য কাস্টডিয়ান দুঃখ প্রকাশ করেছেন।
অন্যদিকে, ওই ঘটনার প্রতিবাদে আজ ১০ জুন (মঙ্গলবার) সকাল ১১টার দিকে এলাকার শত শত মানুষ কাস্টডিয়ান হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল বের করে। পরে মিছিলকারীদের একটি অংশ রবীন্দ্র কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়াম ও লাইব্রেরিতে ব্যাপক ভাঙচুর চালায়।
একপর্যায়ে কাছারিবাড়ির ইলেকট্রিশিয়ান সেরাজুল (৩৫)–কে অফিস থেকে ডেকে এনে বেদম মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত সেরাজুলকে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাস্টডিয়ান হাবিবুর রহমান জানান, "আমি এখন কিছুই বলতে পারব না।"
ঘটনাটি নিয়ে পুরো শাহজাদপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এসবি/আরএন