নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুবাই প্রবাসী আনোয়ার হোসেনসহ দুই জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী কলেজের পাশে এমেরিকান টাওয়ারের সামনে ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে দুই দফা কিশোর গ্যাংয়ের প্রধান যুবলীগ ক্যাডার আলমগীর হাসান বাবুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা আনোয়ারের কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা দামের আইফোন, নগদ ৬০ হাজার টাকা ও দুবাইয়ের ১ হাজার দেরহাম লুট করে নিয়ে যায়।
আহতরা হলেন- নরোত্তমপুর গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী মালেকা বেগম ও তাদের ছেলে প্রবাসী আনোয়ার হোসেন।
জানা গেছে, দুবাই প্রবাসী আনোয়ার হোসেন সম্প্রতি কলেজের পাশে বাড়ি নির্মাণ শুরু করেন। এরপর থেকে গনিপুর এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল ওরফে মাটি বাবুলের ছেলে যুবলীগ ক্যাডার আলমগীর হাসান বাবুর নেতৃত্বে এদকল কিশোর গ্যাং তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে প্রথমে বাড়ির সামনে আনোয়ারকে পিটিয়ে আহত করে।
পরে পরিবারের লোকজন আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সস্ত্রাসীরা সেখানে গিয়েও বাবুর নেতৃত্বে আনোয়ারকে মারধর করে এবং চিকিৎসা নিতে বাঁধা দেয়। এ সময় আনোয়ারের মা মালেকা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে মারধর ও শ্লীলতাহানী করে। পরে থানায় ফোন করলে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় প্রাবাসী আনোয়ার হোসেন যুবলীগ ক্যাডার আলমগীর হাসান বাবু, নরোত্তমপুর বক্তার বাড়ির মোতালেব হোসেন রিপন, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আলীসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসী আনোয়ার হোসেন জানান, তারা আমাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে, মামলা দিয়ে আমাদের প্রাণে মেরে ফেলবে। আমরা আতঙ্কে আছি। ন্যায় বিচার পেতে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয়রা জানান, যুবলীগ ক্যাডার আলমগীর হাসান বাবু তার বাবা আওয়ামী লীগ নেতা বাবুলের প্রভাব খাঁটিয়ে বিগত দিনে এলাকার মানুষকে নানা ভাবে অত্যাচার নির্যাতন করেছে। বর্তমানে তিনি একই অপরাধ করে যাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তাদের প্রভাব এখনো কমেনি।
স্থানীয়রা তাদের উপযুক্ত বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তরা কেউ কথা বলতে রাজি হননি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওয়াইএন/এমএ