| BREAKING: |

ঈদযাত্রায় ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এবার ঘরমুখো মানুষের জন্য স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি নেই বললেই চলে। নির্বিঘ্নে পারাপার হচ্ছে সব ধরনের যানবাহন, যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছে কোরবানির পশুবোঝাই ট্রাকগুলো।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ঘাট এলাকায় কোনো দীর্ঘ যানজট নেই, পারাপারও চলছে স্বাভাবিক নিয়মে। পর্যাপ্ত ফেরি থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “নদীতে পানি বাড়ছে এবং বৈরী আবহাওয়ায় বাতাসের কারণে ফেরিগুলোকে পারাপারে কিছুটা বাড়তি সময় লাগছে। তারপরও যানবাহন ও যাত্রীরা কোনো দুর্ভোগ ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছেন।”
নৌরুটে সচল রয়েছে পর্যাপ্ত সংখ্যক ফেরি। কর্তৃপক্ষের তৎপরতা, যাত্রীদের সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থাপনায় এবারের ঈদযাত্রা রুটটি অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠেছে।
এসআর